রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের দক্ষিণ পাশে স্টাফ রোড সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স ২৫ বছর হতে পারে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ