ভর্তি পরীক্ষা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে পিটুনি দিয়েছে ছাত্রলীগের কয়েকজন কর্মী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। আহত ওই শিক্ষার্থী দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সোহাগ রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এ-ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর একজন ভর্তিচ্ছুকে নিয়ে টুকিটাকি চত্বরে বসে নাস্তা করছিলেন মো. সোহাগ। এসময় পানি দেওয়া নিয়ে খাবার দোকানের এক কর্মচারির সঙ্গে উচ্চস্বরে কথা বলেন সোহাগ। এতে পাশেই বসা শহীদ হাবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী বায়েজিদ এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী জিম মিলে ওই সোহাগকে উচ্চস্বরে কথা বলার কারণ জানতে চান। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের ওই কর্মীসহ কয়েকজন মিলে সোহাগকে মারধর করে। তাদের কিল-ঘুষিতে সোহাগ মাথা, মুখ ও চোখে গুরুতর জখম হয়। পরে পাশেই থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে সেখান থেকে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়ার পর অবস্থা গুরুতর দেখে তাকে রামেকে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, 'এটি একটি বিচ্ছন্ন এবং ব্যক্তিগত ঘটনা। তবে ছাত্রলীগের কেউ যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, 'এক শিক্ষার্থীকে মারধরের বিষয়টি শুনেছি। কি কারণে এ মারধরের ঘটনা ঘটেছে তা ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখনো জানতে পারিনি।'
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ