নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
সোমবার (০৯ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
সরকার বিরোধী আন্দোলনের সময় চলতি বছরের জানুয়ারি মাসের ৯ তারিখে রমনা থানায় দুইটি ও ৩০ তারিখে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোরশেদ আল মামুন।
গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ