বরিশাল মহানগরীতে পুলিশের রাতভর অভিযানে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। নগরীর ৪ থানা পুলিশ রবিবার রাতভর অভিযান চালিয়ে এই ১৬ জন সহ বিভিন্ন মামলার আসামি ৪৯ জনকে গ্রেফতার করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. আবু সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে বরিশাল মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি'র সহসভাপতি মো. সাবু ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন, মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু ও আইন বিষয়ক সম্পাদক ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম সহ জামায়াতের ৭ জন এবং শিবিরের একজন কর্মী উল্লেখযোগ্য।
সহকারী পুলিশ কমিশনার মো. আবু সাঈদ জানান, গ্রেফতারকৃত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গ্রেফতার অভিযান পুলিশের চলমান প্রক্রিয়া বলে তিনি জানান।
এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ জন সহ মাদক ও জুয়ার মামলায় আরো ৩৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২৫ জনের কাছ থেকে ১২১ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ১৬ জন, বন্দর থানা পুলিশ ২ জন, কাউনিয়া থানা পুলিশ ১৩ জন এবং বিমান বন্দর থানা পুলিশ ১৯ জনকে আটক করেছে।
দেশব্যাপী নাশকতা, ব্লগার, লেখক, প্রকাশক ও পুলিশ হত্যার ঘটনায় পুলিশের সর্তকতা অবলম্বনের অংশ হিসেবে বিভাগীয় শহর বরিশালে গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঢাকার সাভারের আশুলিয়া চেকপোস্টে পুলিশ হত্যার পরপরই পুলিশ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছে সহকারী কমিশনার আবু সাঈদ।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ