চট্টগ্রামে স্ত্রী সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সাহা শীল নামে এক ব্যবসায়ী। সোমবার সকালে চান্দগাঁও আবাসিক এলাকার ১নং রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহা শীল ওই এলাকার উপেন শীলের ছেলে। চান্দগাঁও আবাসিক এলাকায় তার একটি সেলুন রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাতে স্ত্রীর সঙ্গে ঝাগড়া হয় সাহা শীলের। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে সোমবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা