জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার ‘ই’ ইউনিটে ১০০টি আসনের (নাট্য ও সংগীত-৬০ এবং চারুকলা- ৪০) বিপরীতে দুই হাজার ১২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ২১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার বিস্তারিত এবং ‘ই’ ইউনিটের আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের (www.jnu.ac.bd) মাধ্যমে জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা