চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ফার্নিচার কারখানা ও তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুত্যিক গোলযোগ থেকে আগুন লেগে বন্দর থানার উত্তর-মধ্যম হালিশহর আনন্দবাজার এলাকায় আগুনে পুড়েছে তিনটি বসতঘর। আগুন লাগার খবর পেয়ে দ্রুত বন্দর ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে যায়। তারা ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই মালিকের বিভিন্ন পরিমাপের ২টি কাঁচা ও আরেক মালিকের ১টি সেমিপাকা ঘর পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান আগ্রাবাদ নিয়ন্ত্রক অফিসের অপারেটর হুমায়ুন কবির।
এছাড়া ভোর ৬টার দিকে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) তাইওয়ানের বিনিয়োগে প্রতিষ্ঠিত ট্রেনডেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দ্রুত আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড ইউনিটের ৬টি গাড়ি পাঠানো হয়। তারা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আগুনে কারখানাটির ফিনিশিং বিভাগটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আমাদের ইপিজেড ইউনিট ডাম্পিং কাজ করছে, যাতে পুনরায় আগুন লেগে না যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা