চট্টগ্রামে অভিযান চালিয়ে ৪ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সকালে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: সায়েদ মিয়া এবং মর্জিনা বেগম।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আলী আসলাম বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বাসের দুই যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৪ হাজার ৬শ’ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা