বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
শোক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, আসমা কিবরিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মরহুমা একজন চিত্রশিল্পী হিসেবে দেশের চিত্রকলার ইতিহাসে তাঁর নাম উল্লেখযোগ্য অবস্থানে থাকবে। তাঁর অবদান বাংলাদেশের চিত্রকলাকে অনেক সমৃদ্ধ করেছিল। তাঁর মৃত্যুতে দেশের চিত্রকলার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো। আমি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন