রাজধানীর রমনা ও সবুজবাগ এলাকা থেকে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মগবাজার মধুবাগ খেজুরগলির এক বাসা থেকে সোমবার সন্ধ্যায় দুবাই প্রবাসী মো. ডালিম মিয়ার স্ত্রী রুপা আক্তারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রুপা আক্তার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার লাউতলা গ্রামের মো. হারুন অর রশীদের মেয়ে।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, বিকেল ৫টায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে, এটি হত্যা না আত্মহত্যা।
অন্যদিকে, সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল সরকার জানান, সবুজবাগের কুসুমবাগ এলাকার ১/১ নম্বর বাসা থেকে রেখা রানী (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেখা রানীর স্বামী কনস্টেবল হেমন্ত কুমার মতিঝিল জোনের এডিসির গাড়িচালক। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দক্ষিণ রায়নাথপুর গ্রামের কৃষ্ণকান্ত রায়ের মেয়ে।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন