রাজধানীতে যাত্রীবাহী এক বাসকে আরেক বাসের ধাক্কায় মো. শফিক (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী। বিমানবন্দর গোলচত্বরে সোমবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই মো. শফিক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য ছিলেন।
বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন জানান, নিহত এসআই মো. শফিক গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বলাকা সিটিং সার্ভিসের একটি বাসে করে ফিরছিলেন। বাসটি গোলচত্বরে যাত্রী তোলার জন্য দাঁড়ালে সুপ্রভাত নামের আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে এসআই শফিকসহ অন্তত ১০-১২ জন আহত হন। তাকে দ্রুত উত্তরার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বাকিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ