রাজধানীর আব্দুল্লাহপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১১ সদস্যকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) এ অভিযান পরিচালনা করে।
সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/শরীফ