রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আমির মেজাবাহ উল হককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পৌর এলাকার মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেজবাহ উল হকের বাড়ি উপজেলার সুলতানগঞ্জে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, জামায়াত নেতা মেজবাহ উল হকের বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা আছে। তিনি দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৫/ রশিদা