নাশকতার আশঙ্কায় গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের কর্মী বলে জানা গেছে।
গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযানে আটকের এ ঘটনা ঘটে।
গাজীপুরের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নাশকতার আশঙ্কায় ১২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জয়দেবপুর থানা এলাকা থেকে ১০ জন, কালীগঞ্জ থানা এলাকা থেকে একজন ও শ্রীপুর থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/শরীফ