বিয়ের চারদিনের মাথায় সিলেট নগরীর বাগবাড়ি নিজ বাসার সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল আহমদ (৩২) সিলেটের বালাগঞ্জ উপজেলার রশিদপুরের আব্দুল খালিকের ছেলে। তিনি নগরীর বাগবাড়ি নরশিংটিলা ১২৯ নং বাসায় স্ত্রীসহ ভাড়া থাকতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেলে আহমদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেলে জানান, আজ মঙ্গলবার সকালে রাসেলের বাসার সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে দিয়ে লাশটি উদ্ধার করে।
রাসেলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, 'শুনেছি তিনি চারদিন আগে বিয়ে করেছেন। বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে নিহতের পরিবার ধারণা করছে।'
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ