ঢাকার অদূরে সাভারে নিজ প্রতিষ্ঠান থেকে মো. উজ্জ্বল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
ওই ভবনের দ্বিতীয় তলায় হারবাল ওষুদের একটি দোকান ছিল তার। উজ্জ্বল মাদারীপুর জেলার মান্নান খালাশীর ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান খান জানান, সকালে তালবাগ এলাকার ওকে টাওয়ারের চারতলা ভবনের দ্বিতীয় তলায় তার নিজ দোকান কলিকাতা হারবাল মেডিকেয়ার থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়িক মন্দার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ