মামলার স্বাক্ষী দিতে আসার পথে রাজশাহী নগরীর কোর্ট এলাকায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল কুমার নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল কুমার জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ভান্ডারিগ্রামের কাঞ্চন কুমারের ছেলে। তিনি প্রধানমন্ত্রীর দফতরে এসপিবিএন-এ কর্মরত ছিলেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহমুদুর রহমান জানান, চঞ্চল কুমার মোটরসাইকেল যোগে রাজশাহী জেলা জজ কোর্টে যাচ্ছিলেন। এসময় খাদ্য অফিসের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এএসআই চঞ্চল কুমার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ