রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় স্বামীর হাতে গৃহবধূ খুনের অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের ৫ লাখ টাকার জন্য মেহতাজ পারভীন মৌ নামের ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।\
জানা গেছে, সোমবার রাতে মৌকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে স্থানীয়রা নিহত মেহতাজের স্বামী রঞ্জুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত মেহতাজের চাচা আরিফুল ইসলাম জানান, দুই বছর আগে রঞ্জু ও মেহতাজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জু মেহতাজকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। সোমবার রাতে রঞ্জু ও তার সৎ মা মিলে মেহতাজকে নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়েছে। মেহতাজকে তার পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সেখানেই স্বামী রঞ্জুকে ধরে পুলিশে দেয় জনতা।
রামেক হাসপাতালের ফরেনসিক মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান, নিহত মেহতাজের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘাড়ে গুরুত্বর জখম আছে। ময়না তদন্ত করা হয়েছে। শিগগিরই রিপোর্ট দেওয়া হবে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনতার হাতে আটক রঞ্জুকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ