বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা জারি করা উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, মারুফ কামাল খান সোহেল, সামছুল রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে চলতি বছরের ৩০ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সামনে কোমল পরিবহনে পেট্রলবোমা নিক্ষেপ করার ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর আলী বাদী মামলাটি করেন।
এরপর, ২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারী থানার উপ-পরিদর্শক শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আমাল উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, মারুফ কামাল খান সোহেল, সামছুল রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলালসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৫/মাহবুব