সংসদ নিয়ে বিরূপ মন্তব্য করায় ৩ দিনের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর বিরুদ্ধে সরকার অ্যাকশন নেবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় কমিটি সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও তালুকদার মো. ইউনূস উপস্থিত ছিলেন।
সুরঞ্জিত বলেন, আমি সংসদেও বলেছি, আজও বলছি- তিন দিন সময় দেওয়া হয়েছে, এরমধ্যে টিআইবি ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সম্মত কমিটি।
তিনি বলেন, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫ কমিটিতে রয়েছে, বিলও চূড়ান্ত হয়ে রয়েছে, এখন পাস হবে। তাই তিন দিন সময় দিয়েছি ড. ইফতেখারকে, তিনি যদি তার ভুল স্বীকার করে ক্ষমা না চান তাহলে সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বিদ্যমান আইনেই রয়েছে, আমরা এর প্রয়োগ করি না।
অন্য এনজিওদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই জানিয়ে সাবেক এই রেলমন্ত্রী আরও বলেন, টিআইবি সংসদ নিয়ে এ ধরনের মন্তব্য কেন করলো তা জানতে হবে। টিআইবি যা বলেছে অগ্রণযোগ্য, একদমই অগ্রহণযোগ্য। সংসদ, সংবিধান ও রাষ্ট্র নিয়ে মজা করা বিশ্বের কোনো দেশেই হয় না।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, আমরা এনজিওবান্ধব, তার মানে এই না সরকার-সংবিধান-রাষ্ট্র নিয়ে যা ইচ্ছা তাই বলবে। এ অধিকার তাদের কেউ দেয়নি। এ অধিকার শুধু রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৫/মাহবুব