রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলার রায় আগামী ২৫ নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. সালেহ উদ্দিন রায়ের এই দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মাহফুজ মিয়া।
মামলার একমাত্র আসামি শিক্ষক পরিমলই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।
আসামি পরমল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার লাটেংগা গ্রামের বাসিন্দা এবং তিনি ২০১০ সালে ভিকারুননিসার বাংলা বিভাগের শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে প্রথম ধর্ষণ করেছিলেন পরিমল। ওই সময় ছাত্রীর নগ্ন ভিডিও চিত্র মোবাইলে ধারণ করা হয়। তাকে জিম্মি করে ১৭ জুন পুনরায় ধর্ষণ করা হয়। বিষয়টি প্রকাশ হওয়ার পর ভিকারুননিসার ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ তখন পরিমলকে বরখাস্ত করে।
এরপর ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর একদিন বাদেই পরিমলকে ঢাকার কেরানীগঞ্জে তার স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৫/মাহবুব