বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে যেভাবে ভোট কারচুরি হয়েছে, তেমনি স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু হবে না। কারণ গত দুই দিনে সারাদেশে বিএনপি’র ৬ হাজার নেতাকর্মী আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আন্দোলনের ডাক দেবেন। এ আন্দোলনে সাড়া দিয়ে দেশের মানুষ রাজপথে নেমে আসবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল ৭ নভেম্বর উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন