জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা সংখ্যায় কম হতে পারে, তবে তারা সবাই জাতীয় স্বার্থে সরব। জাতীয় সংসদে অতীতের যেকোন বিরোধী দলের চেয়ে আমরা অনেক বেশি সোচ্চার। আমরা গালমন্দ করি না, ব্যক্তিগত ব্যাপার নিয়ে কাদা ছোড়াছুড়ি করি না।
মঙ্গলবার রাতে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তাহজীব বলেন, টিআইবি বিরোধী দলকে তথাকথিত বিরোধী দল বলায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তীব্র সমালোচনা করেছেন। আমি তার সাথে অনেকাংশেই এক মত। টিআইবি অবশ্যই সংসদের অবমাননা করেছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে এবং সংসদকে পুতুলনাচের নাট্যশালা বলে চরম ধৃষ্টতাও দেখিয়েছে। তবে বিরোধী দলের নেতা যদি মন্ত্রী পদমর্যাদার বিশেষ দূত ও মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিন জন সদস্যকে প্রত্যাহার করে বক্তব্যটি দিতেন তবে ব্যাপারটি জাতির কাছে আরোও অনেক বেশি সুন্দর এবং গ্রহণযোগ্য হতো। তখন টিআইবি তথাকথিত ট্রান্সপারেন্সি সংস্থা বলে প্রতীয়মান হতো।
বিরোধী দলীয় নেতাকে মন্ত্রিসভা থেকে তার দলের সদস্যদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তাহজীব বলেন, বিরোধী দলীয় নেতা এমন একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে নতুন নজির সৃষ্টি করবেন।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন