দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক খাজা আব্দুল গফুর জানান, শারীরিকভাবে সুস্থ হওয়ায় টুটুলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া, আহত রণদীপম বসুকেও দুয়েকদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। তবে তারেক রহিম সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে থাকবেন।
গত ৩১ অক্টোবর দুপুরে মোহাম্মদপুরের লালমাটিয়ার সি ব্লকের ৮/১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রুশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
ওই প্রকাশনা দুটি থেকে বিজ্ঞানমনা লেখক ও ব্লগার নিহত অভিজিৎ রায়ের বই প্রকাশ করা হতো। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বইমেলা থেকে ফেরার সময় টিএসসি মোড়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন অভিজিৎ রায়। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৫/মাহবুব