বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে কে বা কারা হত্যার হুমকি দিয়েছেন। হুমকির কথা জানিয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যার দিকে আনিসুজ্জামানের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে তাকে এই হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি জানান, হুমকি পেয়ে রাতেই আনিসুজ্জামান নিজেই গুলশান থানায় একটি একটি জিডি করেছেন।
সিরাজুল ইসলাম আরো বলেন, কে কারা হুমকি দিয়েছে তা তদন্ত করে দেখে তারপর বলা যাবে।
সম্প্রতি বাংলাদেশের বেশ কজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। গত জুনের ১৬ তারিখে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জনকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়। ‘আনসারুল্লাহ বাংলা টিম-১৩’ এর নামে ডাকযোগে চিঠিটি পাঠানো হয়েছিল।
এছাড়া সেপ্টেম্বর ও অক্টোবরে দুই বিদেশি খুন, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে গ্রেনেড হামলা, আজিজ সুপার মার্কেটে প্রকাশককে কুপিয়ে খুন ও লালমাটিয়ায় তিনজনকে জখম, দুই পুলিশকে কুপিয়েও হত্যা করা হয়েছে সম্প্রতি।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন