২৪ নভেম্বর, ২০১৫ ১৯:৪১

ঢাবি শিক্ষকদের আবাসন প্রকল্পে সহযোগিতা করবে এলকন বাংলাদেশ

ফরহাদ উদ্দিন, ঢাবি

ঢাবি শিক্ষকদের আবাসন প্রকল্পে সহযোগিতা করবে এলকন বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে ব্রিটিশ কোম্পানি এলকন বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডুটা) এবং এলকন বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাবির উপাচার্য দফতরে আয়োজিত অনুষ্ঠানে ডুটা কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং এলকন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এ্যান্টনি জন মোস্লে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ডুটা সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সমঝোতা স্মারকের আওতায় এলকন বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ ধানমণ্ডি এলাকায় শিক্ষক আবাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহযোগিতা প্রদান করবে।

বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর