ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে ডিএসসিসির বিভিন্ন এলাকায় ১৫ হাজার ডাস্টবিন বসানো হচ্ছে। আমরা প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে ডাস্টবিন দেব। এরপর কেউ রাস্তায়, খোলা জায়গায় বা যেখানে-সেখানে ময়লা ফেললে জরিমানা করা হবে।
তিনি নগরবাসীকে সন্ধ্যা ৭টার পর ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানান।
মঙ্গলবার সকালে বিআরটিসি ভবনের সামনে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র এসব কথা বলেন। একইসঙ্গে মেয়র রাজধানীর সব রাস্তায় এলইডি লাইট বসানোর ঘোষণা দেন।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা এবং শাহবাগ এলাকার প্রতিটি রাস্তায় এলইডি লাইট স্থাপন করা হবে। পর্যায়ক্রমে ঢাকার সব রাস্তায় এলইডি লাইট বসানো হবে।
'পরিচ্ছন্নতা বর্ষ ২০১৬' উপলক্ষে সচেতনতামূলক কর্মকাণ্ড হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সঙ্গে যৌথভাবে পরিচ্ছন্নতা কর্মসূচির এ অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএসসিসি।
ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে বিআরটিসি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম, অভিনেতা মীর সাব্বির, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিআরটিসি ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচ্ছন্নতা অভিযান ও পরে এক র্যালিতে অংশ নেন।
র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে সাঈদ খোকন আরো বলেন, সড়কগুলোর অবৈধ স্থাপনা সরিয়ে বিশেষ পরিবেশবান্ধব এলইডি লাইট লাগানো হবে। এজন্য দক্ষিণ সিটি করপোরেশনে একটি হটলাইন খোলা হবে। কার্যক্রম বাস্তবায়নে জরুরি সেবা টিম গঠন করা হবে।
আগামী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকাকে ভালোবেসে এক ঘণ্টা প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান ঢাকা দক্ষিণের এই মেয়র।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ