রাজশাহীর এক্সিম ব্যাংক কর্মকর্তা এআরএম আখতারুজ্জামান কচিকে অপহরণের ৬ দিন পরও উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার তার সন্ধানের দাবিতে নগরীর শিরোইল এলাকায় নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।
গত ২১ জানুয়ারি দুপুর দেড়টায় রাজশাহী নিউ মার্কেটের পূর্ব গলি থেকে একটি সাদা মাইক্রেবাসে আখতারুজ্জামানকে অপহরণ করে নিয়ে যায়। ওইদিনই বিকেলে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়। তবে তার সন্ধান এখনও পাওয়া যায়নি।
এই অবস্থায় আখতারুজ্জামানকে ফিরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে ব্যাংক কর্মকর্তার বাবা আফসারউদ্দিন আহমেদ, ভাই হাসানুজ্জামান, স্ত্রী শামীমা জামান ও দুই মেয়ে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব