জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনা এবং দুই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ছাত্রলীগের তিন কর্মীকে দলের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খবর বিডি নিউজের।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগ কর্মীরা হলেন: সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী মো. আবু সাদাত সায়েম এবং ৪৩তম আবর্তনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জামশেদ আলম ও বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের আবাসিক ছাত্র।
সভাপতি মাহমুদুর রহমান জানান, যেহেতু তারা সংগঠনের কর্মী, কোনো পদে নেই, তাই তাদের বহিষ্কার করা হয়নি। সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গীর মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ও তার বন্ধুকে মারধর করার অভিযোগ রয়েছে অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। ওই ঘটনা থামাতে গিয়ে অভিযুক্ত তিন শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলাম। শনিবার দুপুরে ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলাম লাঞ্ছনার বিচার চেয়ে প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দেন। ওই অভিযোগপত্রে তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে চৌরঙ্গীর মোড়ে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী কর্তৃক বহিরাগত এক ছাত্রী নিপীড়ন ও তার বন্ধু মারধরের শিকার হয়। উক্ত ঘটনা থামাতে গিয়ে আমি ওই তিন শিক্ষার্থীর দ্বারা লাঞ্ছনার শিকার হই। উক্ত ঘটনা সম্পর্কে আমার সুনির্দিষ্ট অভিযোগগুলো হলো- একজন পুরুষ শিক্ষার্থী কর্তৃক একজন নারী শিক্ষার্থী আক্রান্ত হয়, যা স্পষ্টত যৌন নিপীড়ন, ‘দু’জন শিক্ষার্থী কর্তৃক ওই মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে মারধর করা হয় এবং ঘটনা থামাতে গিয়ে আমি আক্রমণকারী তিন শিক্ষার্থী দ্বারা লাঞ্ছিত হই।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা