নগরীর শাহ আমানত সেতু চেকপোস্টে ৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারিকে গ্রেফতার করেছে। তার নাম আয়েশা বেগম (৩৬)। তার বাড়ি টেকনাফের হ্নিলা এলাকায়।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে চেকপোস্টে ইউনিক সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার এক কর্মকর্তা জানান, চেকপোস্টে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে শাহ আমানত সেতুর উত্তর পাশে নামেন আয়েশা। এরপর তাকে চ্যালেঞ্জ করলে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তিনি ইয়াবাগুলো নগরীর দুই নম্বর গেট এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন