চট্টগ্রামে চিনি আমদানির নামে ব্যাংকে ভূয়া এলসি খুলে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া চারটি পৃথক মামলায় চারজনের প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই রায়ে আদালত আত্মসাৎ করা দেড় কোটি টাকা চারজনকে সমান ভাগে পরিশোধের নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এ রায় দেন।
দণ্ডিত চারজন হলেন, অগ্রণী ব্যাংকের নগরীর খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুস শুক্কুর, ক্যাশিয়ার মাইনুদ্দিন চৌধুরী, কর্মকর্তা তড়িৎ কান্তি সেন এবং খাতুনগঞ্জের সাতকানিয়া ট্রেডার্সের মালিক বিভূতি রঞ্জন তালুকদার।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাড. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিভূতি রঞ্জন তালুকদার ছাড়া বাকি সবাই পলাতক আছেন।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন