তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলা চলচ্চিত্রের মানোন্নয়ন ও মানসম্পন্ন করতে সরকার চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান করা হয়।
আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা সরকারি অনুদানসহ ১০ লাখ টাকার সমপরিমাণ বিএফডিসি’র সার্ভিস সেবা এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রকে সর্বোচ্চ ১০ লাখ টাকার সরকারি অনুদানসহ ২ লাখ টাকার সমপরিমাণ বিএফডিসি’র সার্ভিস সেবা প্রদান করা হয়ে থাকে।
তিনি বলেন, এছাড়া চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও হল মালিকরা আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন। চলচ্চিত্রের জন্য দক্ষ কলাকুশলী তৈরির জন্য বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন