একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে মুখ খুললেন মুসা বিন শমসের। দাবি করলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষেই তিনি কাজ করেছেন। ১৯৭১ সালের ২২ এপ্রিল পাকিস্তানি আর্মির কাছে ধরা পড়েন। ৯ ডিসেম্বর অর্ধমৃত অবস্থায় মুক্তি পান।
বৃহস্পতিবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মুসা বলেন, ‘একাত্তরের ২৫ মার্চ আমি বঙ্গবন্ধুর বাসায় ছিলাম। এর পরের দিন তিনি আমাদের যার যার এলাকায় যাওয়ার নির্দেশ দেন। আমি নদী পার হয়ে পায়ে হেঁটে ফরিদপুর যাই’।
‘এরপর ২১ এপ্রিল ফরিদপুরে আর্মি ঢুকলো। ২২ এপ্রিল পাকিস্তানি আর্মির কাছে ধরা পড়ি। তাদের হাতে বন্দি ছিলাম। একাত্তরের ৯ ডিসেম্বর অর্ধমৃত অবস্থায় মুক্তি পাই’।
এদিকে সুইস ব্যাংক ১২ বিলিয়ন জব্দ কেন করেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ইরেগুলার ট্রানজেকশনের কারণে করেছে। কোর্ট আমার পক্ষে আছেন। শিগগিরই এ বিষয়ে রিপোর্ট পাবো’।
সুইস ব্যাংকের হিসাব তিনি দুদককে দিয়েছেন বলেও জানান মুস বিন শমসের।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন