চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বিভূতিভূষণ বৈদ্য (৭০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর পলোগ্রাউন্ড এলাকার পোস্তার পাড় সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্যরা নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু বিমল নাথ বলেন, নিহত বিভূতিভূষণ বৈদ্য নগরীর দেওয়ান বাজার এলাকার আদালত কলোনির বাসিন্দা। নগরীর দিদার মার্কেট এলাকায় তার স্বর্ণের দোকান আছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা