চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবুল কাশেম ট্রাকের চালকের কাছে টাকা দাবির অভিযোগে আধ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন চালকরা। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে অবরোধ তুলে নেন চালকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বদরুল মামুন বলেন, নিমতলা এলাকায় এক ট্রাক চালকের সঙ্গে গাড়ি জব্দ করা নিয়ে টিআই আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় অন্যান্য ট্রাকচালকরা টিআই তাদের কাছে টাকা দাবি করে বলে অভিযোগ করেন। তাই টিআই’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন ট্রাকচালকরা। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন ও তাদের অভিযোগ লিখিতভাবে জমা দিতে বলেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে সড়কের অবরোধ তুলে নেয় ট্রাকচালকরা।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা