রাজধানীর জিগাতলায় অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে শুক্রবার সকালে এক শিশুর (৪১ দিন) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ধানমণ্ডি থানার উপ পরিদর্শক (এসআই) রিপন কুমার জানান, হাসপাতালের রেজিস্টারে শিশুটির বাবার নাম জসিম ও মায়ের নাম শিল্পী এবং বাড়ি ৮৮/৩ সানারপার লেখা রয়েছে।
গত ২৫ জানুয়ারি শ্বাসকষ্ট জনিত রোগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবা-মা ২০ দিন তাকে দেখাশোনা করার পর হঠাৎ হাসপাতাল থেকে চলে যান। এতোদিন শিশুটি নার্সদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়।
পরে হাসপাতালের এক কর্মচারী থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। হাসপাতালের বিভিন্ন প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ