কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে চর পাথরঘাটা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি জেটি উচ্ছেদ করে তাদের অফিস সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী মোবারক ও হায়দার আলী অবৈধ এই দুই জেটি ব্যবহার করে বন্দরের রাজস্ব ফাঁকি দিয়ে পরিচালনা করে আসছিলেন।
রবিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম এ অভিযান পরিচালনা করেন।
একই সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ওভারলোডিং করা, নিরাপত্তা সরঞ্জাম না রাখা ও ফায়ার এ·টিংগুইসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং বে-ক্রসিং ও বিহীন লাইটারেজ পরিচালনা করার অপরাধে এম ভি সেন্ট্রাল ও এম ভি সাইফুর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কর্ণফুলি থানা ও বন্দরের নিজস্ব আনসার বাহিনীর সহায়তায় পরিচালিত উচ্ছেদ অভিযানে বন্দর কর্তৃপক্ষের ভূমি, হাইড্রোগ্রাফি ও হারবার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা