সরকার বিরোধী আন্দোলনের সময় সরকারি কাজে বাধাদানের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার সকালে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ নির্দেশ দেন। এসময় আদালত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২২ এপ্রিল সরকার বিরোধী আন্দোলন চলাকালে নগরীতে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার মামলা নম্বর-৪১, তারিখ- ২২ এপ্রিল ২০১২। যেসব ধারায় মামলাটি দায়ের করা হয়, সেগুলো হলো- বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৩৫৩, ৩৩৩, ৪২৭ ও ৩৪। এ মামলায় রবিবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মিজানুর রহমান।
অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, আসামিদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫ জন আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ, ২০১৬/ রশিদা