চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজারে মাজারে ঢুকে ল্যাংটা ফকিরসহ দুইজনকে খুনের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় এক জেএমবি সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
দুইটি অভিযোগপত্রে আসামি করা হয়েছে জেএমবি সদস্য মো. সুজন ওরফে বাবুকে। তিনি বর্তমানে কারাগারে আছেন। এছাড়া দুইটি অভিযোগপত্রে ২৫ জন করে সাক্ষী রাখা হয়েছে। হত্যামামলাটি দন্ডবিধির ৩০২ ও ৩২৪/৩৪ ধারায় ও বিস্ফোরক আইনে মামলা দুইটি দায়ের করা হয়।
আজ সোমবার মহানগর আদালতে অভিযোগপত্র দুইটি জমা দেন নগর গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, দুইটি মামলায় পৃথকভাবে অভিযোগপত্র আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতে তা দাখিল করা হবে।
জানা যায়, ইসলাম বিরোধী অনৈতিক কর্মকান্ডের জন্য ৪ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজারে মাজারে ঢুকে ল্যাংটা ফকিরকে খুন করা হয়। এসময় তাকে বাঁচাতে এসে আব্দুল কাদের নামে আরও একজন খুন হন। সোমবার ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে জেএমবি সদস্য সুজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। আটকের পর সুজন এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছিল বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন