রাজধানীতে অজ্ঞাত যুবকের (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার এসআই শওকত জানান, রাত সাড়ে ৩টা-৪টার দিকে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় ওই যুবক। ৫টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ডিবি দক্ষিণের কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ওই এলাকায় চার থেকে পাঁচজন জঙ্গি অবস্থান নিয়েছে বলে আমাদের কাছে খবর আসে। পরে শেষ রাতের দিকে সেখানে অভিযান চালালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে একব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৬/ এস আহমেদ