সাভারের গেন্ডা এলাকায় পৌরসভার পয়ঃনিষ্কাশন পাইপ ভেঙে যাওয়ায় পাইপের পাশে থাকা দুটি বাড়ির প্রাচীর এবং বাড়ির কিছু অংশ ভেঙে পড়েছে। হুমকির মুখে পড়েছে গোটা বাড়ি।
মঙ্গলবার (০৮ মার্চ) সকালে বাড়িটি ভেঙে পড়ার ভয়ে বাড়িতে থাকা লোকজন নিরাপদ স্থানে সরে গেছে। সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার ৬নং ওয়ার্ডের ফরহাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে গেন্ডা এলাকায় পৌরসভার পয়ঃনিষ্কাশনের দুটি সিমেন্টের তৈরি পাইপ হঠাৎ করে ভেঙে পড়ে যায়। পরে ওই পাইপ দুটি মেরামত না করায় পাইপের পানি মাটির নিচে গিয়ে আজ সকালে একটি বাড়ির কয়েকটি রুমের মেঝে ও প্রাচীর ভেঙে পড়ে যায়।
এসময় পুরো বাড়ি ভেঙে পড়ার ভয়ে বাড়িতে থাকা লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দ্রুত পয়ঃনিষ্কাশনের পাইপ দুটি মেরামত না করা হলে আশেপাশের আরো কয়েকটি বাড়ি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদু (প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র) বলেন, যত দ্রুত সম্ভব পাইপ দুটি মেরামত করা হবে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৬/ এস আহমেদ