রাজধানীর ভাটারা থানার খিলবাড়ির টেক এলাকায় ইটের আঘাতে আব্দুল হক (৭০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল হক কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সোহেলা গ্রামের বাসিন্দা। তিনি ভাটারা নূরের চালা বাজার এলাকায় একটি মসজিদের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
তার স্ত্রী রাবেয়া জানান, ইট নিয়ে ওঠার সময় ভবনের ৩য় তলা থেকে একটি ইট আব্দুল হকের ওপর পড়ে। এ সময় মাথায় থাকা ইটসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হককে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ নায়েক রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৬/ এস আহমেদ