মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় দলটির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে তা প্রতিহতের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার এক খুদেবার্তার মাধ্যমে একথা জানান যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা এই মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি জানান, জামায়াতের ডাকা হরতাল আমরা প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে সারাদেশের মানুষকে হরতাল প্রত্যাখ্যান করে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।
জামায়াতের এই হরতাল প্রতিহত করতে বুধবার সকাল ১১টায় শাহবাগে মিছিল করবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা ও আলবদর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। এর কিছুক্ষণ পরই বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব