সিলেট নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন স্কুলের সামনে এক ব্যক্তির গলায় দা ধরে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আজ বিকেল পৌনে ৫টার দিকে জনসম্মুখে এ ছিনতাইর ঘটনা ঘটে। ছিনতাইর শিকার সোহেল আহমদ শাহজালাল উপশহরের জি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার বাসিন্দা।
সোহেল আহমদ জানান- চৌহাট্টাস্থ এনআরবি ব্যাংক থেকে ১০ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে জেলরোডস্থ আল ফালাহ ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। কিশোরী মোহন স্কুলের সামনে আসামাত্র তিনটি মোটর সাইকেলে ৬ জন ছিনতাইকারী এসে তার গতিরোধ করে। এসময় তার গলায় দা ধরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে নয়াসড়ক পয়েন্টের দিকে পালিয়ে যায়।
সিলেট কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানিয়েছেন- ছিনতাইর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি হাতব্যাগ উদ্ধার করা হয়েছে। এতে কিছু কাগজপত্র পাওয়া গেছে। ওই ব্যাগ ও কাগজপত্রের সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন