মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সহিংসতা এড়াতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েত করা হয়েছে বলে জানান বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।
তিনি জানান, বুধবার জামায়াতের হরতালে নাশকতা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা ও আলবদর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। এর কিছুক্ষণ পরই বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব