বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ওয়ান ইলেভেন সরকারের মতো বর্তমান সরকারেরও টার্গেট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবার।
তিনি আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘১/১১ সরকারের টার্গেট তারেক রহমান। ১/১১ সরকার জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে নির্যাতন করেছে। নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানকে হত্যা করা। বর্তমান সরকারও তারেক রহমান, জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায়। তাই তারা মিথ্যা মামলা দিয়ে তাকে দূরে সরিয়ে রেখেছে।’
তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫টি মামলার আসামি ছিলেন। তিনি প্যারলে বিদেশে চিকিৎসা করতে গেছেন। জামিন নেন নাই। এখন জানি না আপনি (শেখ হাসিনা) জামিন নিয়েছেন কিনা?’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মোশাররফ আরও বলেন, ‘বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটাক্ষ বক্তব্য দিয়ে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ করছেন। একটি দলের প্রধান হয়ে অন্য দলের প্রধানের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, আমরা আপনার ওই বক্তব্যর তীব্র নিন্দা জানাই।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন