রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪৫) বছর বয়সী এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার সকালে খিলক্ষেত বনরূপা রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
তিনি বলেন, মোটরসাইকেল চালিয়ে বনরূপা রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রেন ধাক্কা দিলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৬/মাহবুব