রাজধানীর শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
বুধবার বেলা ১২টার দিকে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
জামিন মঞ্জুর হওয়ায় মির্জা আব্বাসের মুক্তিতে আর কোনো বাধা রইল না বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৬/মাহবুব