আনজিলা খাতুন (৩০) নামে এক নারীকে হত্যার দায়ে ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুরের একটি আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান নয় বছর আগের এ হত্যা মামলার রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন: আনজিলার আপন ছোট ভাই আব্দুল মজিদ (২৮), মমিনুল হক (৩১), আরিফুল ইসলাম (২৮), এমদাদুল হক (৩২) ও আনোয়ারুল হক (৩০)।
দণ্ডপ্রাপ্তদের সকলের বাড়ি পীরগঞ্জ উপজেলার পারকুমারপুর এলাকায়। রায় ঘোষণার সময় পাঁচ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, আব্দুল মজিদের আপন ভাতিজি নাসিমা বেগমের স্বামী গোলাপ মিয়া খুন হন ২০০৬ সালের শুরুর দিকে। ওই হত্যা মামলার আসামিরা হলেন: মমিনুল হক, আরিফুল ইসলাম, এমদাদুল হক ও আনোয়ারুল হক। এ মামলার বাদি ছিলেন নিহত গোলাপ মিয়ার বাবা বাচ্চা মিয়া। ওই মামলার বাদিপক্ষকে উল্টো ফাঁসানোর জন্য চার আসামি আব্দুল মজিদের বোন আনজিলাকে হত্যার ষড়যন্ত্র করেন। এজন্য মজিদকে ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। রাজিও হন মজিদ। পাঁচজন মিলে ২০০৬ সালের ৯ মার্চ রাতের কোনো সময় আনজিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেন তারা। আব্দুল মজিদ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার পুরো ঘটনা স্বীকার করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানিয়েছেন। এ ঘটনায় আনজিলার বড়ভাই আব্দুল বাকি বাদি হয়ে ওই পাঁচজনকে আসামি করে ১০ মার্চ সকালে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পীরগঞ্জ থানার তৎকালিন উপপরিদর্শক (এসআই) আবু আব্দুল্লাহ ২০০৬ সালের ৩১ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৬/ মাহবুব/ রশিদা