রাজধানীর কাকরাইলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে গিয়ে দুই ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন এ সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীতে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় আকস্মিকভাবে আইল্যান্ডে উঠে গেলে দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে আহত দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৬/মাহবুব